INAUGURATION CEREMONY OF THE VISION CENTER IN RAMPAL, BAGERHAT ORGANIZED BY NAZRUL ISLAM AND KHADIZA SIDDIQI HEALTH CARE INSTITUTE AND KHULNA BNSB EYE HOSPITAL ON 18TH JANUARY, 2024.

গত ১৮.০১.২০২৪ইং তারিখে রামপাল, বাগেরহাটে অবস্থিত নজরুল ইসলাম ও খাদিজা সিাদ্দকী স্বাস্থ্য সেবা কেন্দ্র ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য চক্ষু সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তালুকদার আবদুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক জনাব ডাঃ মোঃ আব্দুর রব ও মোঃ মহিতুজ্জামান, উপপরিচালক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, খুলনা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব এস. এম. নুরুল হক কচি।

Leave a Reply